শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > গাজীপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাসিক মেয়র

গাজীপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাসিক মেয়র

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে চার লক্ষাধিক শিশুকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন করেছেন গাজীপুর সিটি মেয়র এ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ শনিবার দুপুরে মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন ও সিটির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ। শনিবার থেকে আগামি ২৪ জানুয়ারি পযর্ন্ত এ কর্মসূচি রাত-দিন চলবে যাতে ৯ মাস বয়স থেকে ১০ বছর বয়সী কোন শিশুই হাম রুবেলা টিকা থেকে বাদ না পড়েন।

উদ্বোধনকালে মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর মহানগরে পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় বিপুল সংখ্যক মহিলা কাজ করেন। এতে করে দিনের বেলায় তাদের বাচ্চারা টিকা খাওয়ানো থেকে বাদ পড়ে যায়। তাই এবার রাতেও হাম রুবেলার টিকা খাওয়ানোর কর্মসূচি নেয়া হয়েছে।