শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ‘ত্রাণ বিতরণে কোন অনিয়ম হলে ব্যবস্থা’

‘ত্রাণ বিতরণে কোন অনিয়ম হলে ব্যবস্থা’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

বন্যাদুর্গত হাওর অঞ্চলে ত্রাণ বিতরণে যেকোনো অনিয়মে সরকার শূন্য সহনশীল (জিরো টলারেন্স) দেখাবে। চালসহ অন্য ত্রাণসামগ্রী বিতরণে কোনো প্রকার অনিয়ম গ্রহণ করা হবে না। এমন মন্তব্য করে বক্তব্য দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় মন্ত্রী এসব কথা বলেন। হাওর এলাকা বন্যাক্রান্ত তিন লাখ ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

মায়া বলেন, সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে হাওর অঞ্চলে ৫০ হাজার জেলেকে খাদ্য সহায়তা দেবে, যারা কর্মহীন হয়ে পড়েছেন। তিনি আরো জানান, তাদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, ভিজিডি, ভিজিএফ, ওএমএস এবং ন্যায্য মূল্য কার্ডের মাধ্যমে সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

‘ত্রাণ বিতরণে কোন অনিয়ম হলে ব্যবস্থা’
স্টাফ রিপোর্টার ॥

বন্যাদুর্গত হাওর অঞ্চলে ত্রাণ বিতরণে যেকোনো অনিয়মে সরকার শূন্য সহনশীল (জিরো টলারেন্স) দেখাবে। চালসহ অন্য ত্রাণসামগ্রী বিতরণে কোনো প্রকার অনিয়ম গ্রহণ করা হবে না। এমন মন্তব্য করে বক্তব্য দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার আন্তমন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় মন্ত্রী এসব কথা বলেন। হাওর এলাকা বন্যাক্রান্ত তিন লাখ ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

মায়া বলেন, সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে হাওর অঞ্চলে ৫০ হাজার জেলেকে খাদ্য সহায়তা দেবে, যারা কর্মহীন হয়ে পড়েছেন। তিনি আরো জানান, তাদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, ভিজিডি, ভিজিএফ, ওএমএস এবং ন্যায্য মূল্য কার্ডের মাধ্যমে সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।