শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > দাবি না মানলে লাগাতার ধর্মঘটে যাবেন শিক্ষকরা

দাবি না মানলে লাগাতার ধর্মঘটে যাবেন শিক্ষকরা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ১৪ দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

আন্দোলনকারীরা বলছেন, রোববারের মধ্যে তাদের দাবি না মানা হলে সোমবার থেকে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘট শুরু করবেন শিক্ষকরা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ১৮তম দিনে শিক্ষকরা এ হুঁশিয়ারি দেন। এর আগে শিক্ষক-কর্মচারীদের ৬টি সংগঠনের জোট বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম গত ২৩ থেকে ২৫

জানুয়ারি সারা দেশে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনের ধর্মঘট ও প্রেসক্লাবের সামনে আমরণ অনশন পালন করছে।

লিয়াজোঁ ফোরামের আহ্বায়ক আব্দুল খালেক বলেন, মাধ্যমিক থেকে শুরু করে সব এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করছেন। তবে সরকার চাইলে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করতে পারেন। আমরণ অনশনের একটানা ১৪ দিনে গতকাল শনিবার ৭ জনসহ মোট ১৫৪ জন শিক্ষক অসুস্থ হয়েছেন।

লিয়াজোঁ ফোরামের প্রেসসচিব এনামুল ইসলাম মাসুদ বলেন, শিক্ষা ক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা যেসব বৈষম্যের শিকার তা দূর করা এবং শিক্ষার গুণগত মান বজায় রাখার একমাত্র সমাধান শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ।

প্রসঙ্গত, জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার পাশে গত ১০ জানুয়ারি থেকে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ব্যানারে অবস্থান কর্মসূচি ও ১৫ জানুয়ারি থেকে তারা আমরণ অনশন পালন করে যাচ্ছেন। সূত্র: ডিবিসি