শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > দুর্নীতিতে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে: রিজভী

দুর্নীতিতে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে: রিজভী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাস্থ্যখাতে এক ভয়ঙ্কর দুর্নীতি বিরাজ করছে। দুর্নীতিতে স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে, সরকারি অনুমতি ছাড়া হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অভিযান পরিচালনা করতে পারবে না। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে চায়, প্রোডাকশন দিতে চায়।

আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের নিজ বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ এবং জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার দুর্নীতি প্রকাশ পেত না আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা না করলে। দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি দলের লোকজনদের রক্ষা করার জন্যই এই পরিপত্র জারি করা হয়েছে। এর ফলে সামনের দিনগুলো স্বাস্থ্য খাতে আরও ভয়ঙ্কর হবে। মানুষ কোনো সেবাই পাবে না।