শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > ভালুকা উপজেলা কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত

ভালুকা উপজেলা কমিশনার (ভূমি) কর্মকর্তার অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত

শেয়ার করুন

ইসমাইল হোসেন
ভালুকা প্রতিনিধি ॥
ভালুকা: ভালুকা উপজেলা ঘুষ ও দালাল ঠেকাতে বর্তমান সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা উদ্যোগ গ্রহণ করার ঘটনা সবার নজর কেড়েছে।

জমির নামজারিসহ ভূমি অফিসের যেকোনো কাজের জন্য সরকারি ফি ছাড়া কাউকে অতিরিক্ত টাকা না দেয়ার পরামর্শ দিয়েছেন। এ উদ্যোগ সফল করতে নিজ কার্যালয়সহ সব ইউনিয়ন ভূমি অফিস গুলোতে একটি করে চার্ট টাঙিয়ে দেয়া হয়েছে। সেখানে বিবরণসহ সরকারি ফি উল্লেখ করে দিয়েছেন।

কমিশনার এটি মহৎ উদ্যোগ এবং মানুষ সাইনবোর্ড দেখে জানতে পারেন সরকারি ফি কত।

জমির নামজারি বিষয়ে গ্রামের অনেকেই অনভিজ্ঞ। ফলে বাধ্য হয় দালালদের কাছে যেতে হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রোমমেন শর্মা তথ্যে বলেন, জমির নামজারির ক্ষেত্রে সরকারী নির্ধারিত কোর্ট ফি ২০, নোটিশ জারি ফি ৫০, রেকর্ড সংশোধন ফি এক হাজার ও মিউটেশন খতিয়ান ফি একশ টাকা সহ ১১৭০ টাকা। অতিরিক্ত কোনো টাকা ভূমি অফিসের কেউ নিলে বা হয়রানি করলে সরাসরি যোগাযোগ করলে ব্যবস্থা নেন।