শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছিলেন রুনি!

যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছিলেন রুনি!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
জনসমক্ষে মাদক নেয়ার অপরাধে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনি। গত ১৬ ডিসেম্বরের এ ঘটনার পরিপ্রেক্ষিতে চার্জশিট গঠন করা হয় তার বিরুদ্ধে। শুক্রবার ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক নেয়ার অভিযোগে রুনিকে গ্রেফতার করে ওয়াশিংটন পুলিশ। যদিও মাত্র ২৫ ডলার জরিমানা দিয়েই ছাড় পেয়ে যান তিনি।

তবে তারকা ফুটবলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে রুনির মুখপাত্র বলেছেন, ‘রুনি আদৌ কোনো মাদক নেননি। সৌদি আরব থেকে একটি প্রচারমূলক কাজ করে ফেরার পথে চিকিৎসকের পরামর্শ মতো একটি নির্দিষ্ট পরিমাণ ঘুমের ওষুধ অ্যালকোহলের সঙ্গে মিশিয়ে খেতে হয়েছিল তাকে। এরপর তার আচরণগত কিছু সমস্যার জন্য পুলিশের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়।’

ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা বর্তমানে খেলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ডিসি ইউনাইটেডের হয়ে। রুনির বর্তমান ক্লাবও এ ব্যাপারে পাশে দাঁড়িয়েছে তার। তবে এর আগেও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ২০১৭ সালে ইংল্যান্ডে গ্রেফতার হয়েছিলেন তিনি।