শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > সরকার গণতান্ত্রিক আচরণ করবে বলে আশা ফকরুলের

সরকার গণতান্ত্রিক আচরণ করবে বলে আশা ফকরুলের

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সরকারকে অগণতান্ত্রিক আচরণ পরিহার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং চত্বরে জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণকালে এ আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, এ সরকার শুধু বিএনপির সভা-সমাবেশ করতেই বাধা দিচ্ছে তা না, বরং তারা ধর্মীয় অনুষ্ঠান, জন্মদিন ও মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানেরও বাধা দিচ্ছে।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির আয়োজনে নগরীর বিভিন্ন জায়গায় খাদ্য বিতরণকালে বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, সরকারের এ ধরনের অগণতান্ত্রিক আচরণ পরিহার করে গণতান্ত্রিক আচরণ করবে বলে আশা করে বিএনপি।
তিনি আরো বলেন, যেকোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে জালেম-জুলুমবাজ সরকারকে সরিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চাই। আর সকল দলের অংশগ্রহণে এই নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। এ জন্য নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানান ফখরুল।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম