শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > সিরিয়া হামলা তীব্র করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সিরিয়া হামলা তীব্র করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পূর্ব পরিকল্পনার চেয়েও সিরিয়ার হামলা তীব্র করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আগে সিরিয়ার ৫০টি স্থানকে টার্গেট করা হয়েছে। কিন্তু এখন এ তালিকায় যোগ হচ্ছে আরও অনেক স্থান। বিমানবাহিনীর বোমারু বিমান, পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ৫টি মিসাইল ডেস্ট্রয়ার থেকে একযোগে হামলা করা হতে পারে। সিরিয়ার বিমান প্রতিরক্ষার নাগালের বাইরে থেকে এসব হামলা করা হবে। ওদিকে সিরিয়ায় সামরিক হামলার বিরোধী বেশির ভাগ বৃটিশ ভোটার। তারা বলছেন, জাতিসংঘের তদন্তে যদি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায় তাহলেও তারা সিরিয়ায় সামরিক হামলা চান না। এসব তথ্য মিলেছে একটি জনমত জরিপে। লন্ডনের দ্য সানডে টেলিগ্রাফের পক্ষে এ জরিপ করেছে আইসিএম। এতে দেখা গেছে, জাতিসংঘ যদি রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণও পায় তাহলে সিরিয়ায় সামরিক হামলা চালানোর জন্য দ্বিতীয় দফা বৃটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে এমপিরা ভোট দিক তাও তারা চায় না। এ জরিপে দেখা গেছে, ৫ জন ভোটারের মধ্যে একজনেরও কম ভোটার বিশ্বাস করেন, সিরিয়ায় সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয়া উচিত বৃটেনের। ওদিকে কয়েক দিনের মধ্যে সিরিয়ায় হামলা চালাতে কংগ্রেসের অনুমতি নেয়ার জন্য ভোট হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। তার আগে প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেস সদস্যদের হামলায় সমর্থন দিতে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। আরব নেতাদের সমর্থন পেতে আরব লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইউরোপ সফরের অংশ হিসেবে আরব লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা তার। এর আগে তিনি বলেছেন, সিরিয়ায় হামলা চালাতে যে সামরিক হামলার প্রস্তুতি চলছে তাতে সমর্থনকারী দেশের সংখ্যা এখন দুই অঙ্কে পৌঁছায়। তবে কোন কোন দেশ এতে সমর্থন দিয়েছে তিনি তাদের নাম বা তালিকা প্রকাশ করেননি। জাতিসংঘ তদন্তকারীরা সিরিয়ায় তদন্ত করে তৈরি করা হচ্ছে রিপোর্ট। এ রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালাতে পারে। ওদিকে প্যারিস থেকে লন্ডনে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির। সেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাক্ষাৎ করার কথা তার। এরই মধ্যে জন কেরি বলেছেন, সিরিয়ায় হস্তক্ষেপ করার জন্য ওয়াশিংটনের আহ্বানের সমর্থন বাড়ছে।