স্টাফ রিপোর্টার ॥
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশির এবং সহ-সভাপতি আক্তার হোসেন পরস্পরের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে সাংগঠনিক কমান্ড মানা না মানাকে কেন্দ্র করে প্রক্টরের দপ্তরে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি নিছক দুষ্টুমি বলে উড়িয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশির প্রক্টর দপ্তরে প্রবেশ করেন।
এ সময় সাংগঠনিক কমান্ড অমান্যের অভিযোগ এনে সহ-সভাপতি আক্তার হোসেনকে দরজা বন্ধ করে মারধর করেন শিশির। আক্তার হোসেনও শিশিরকে চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে মফিজুল ইসলাম প্রক্টর দপ্তরে থাকা ছাত্রলীগ কর্মীদের আক্তার হোসেনকে মারার নির্দেশ দিলেও উপস্থিত কর্মীদের তা করতে দেখা যায়নি। পরে শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ঘটনাটির মীমাংসা করেন।
প্রক্টর অশোক কুমার সাহা বলেন, “ঘটনার সময় আমি দপ্তরে উপস্থিত ছিলাম না তাই ওখানে মূলত কী হয়েছে তা বলতে পারছি না । তবে এ বিষয়ে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশির ও সহ-সভাপতি আক্তার হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, “আমরা দুষ্টুমি করছিলাম। এসয় আমাদের মধ্যে সামন্য কথা কাটাকাটি হয়েছে। তবে মারামারির মতো কিছুই হয়নি।”
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম