স্পোর্টস ডেস্ক ॥ জনপ্রিয় ফর্মুলা ওয়ানের সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমনটাই জানিয়েছেন তার সাবেক সতীর্থ জেন এলেসি। সম্প্রতি হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। গেল ২৯ ডিসেম্বর স্কি করতে গিয়ে মারাত্মক ভাবে দুর্ঘটনার শিকার হয়ে কোমায় চলে যান তিনি।
জার্মান ফর্মুলা ওয়ান তারকা মাইকেল শুমাখার ১৯৯১ সালের ২৫ আগস্ট বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্সে প্রথম রেসিং ট্র্যাকে নেমেই নজর কারেন সবার। বিশ্ব চ্যাম্পিয়ন হতে বেশি সময় নেননি ফর্মুলা ওয়ানের এই উজ্জল নক্ষত্র। বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্সেই প্রথম বারের মত বিশ্ব জয় করেন ১৯৯২ সালে। তারপর একে একে আরও ছয় বার বিশ্ব জয়ের মুকুট পরেন ৪৫ বছর বয়সী এই জার্মান। সর্বশেষ ২০১২ সালে রেসিং ট্র্যাকে নামেন তিনি।
২০১৩ সালের ডিসেম্বরের ২৯ তারিখ ফ্রান্সের মেরিবেল রিসোর্টে স্কি করতে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে কোমায় চলে গেলে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন শুমাখার হয়ত আর কখনই জাগবেন না। তবে ভক্তদের আশ্বস্ত করে শুমাখারের ম্যানেজার জানান দ্রুতই উন্নতি করছেন তিনি।