বিনোদন ডেস্ক ॥ কে জানতো যে অনিল কাপুরের মত অভিনেতার মেয়েটি এমন হিংসুটে হবে? তারকা কিংবা অভিনেত্রী হিসাবে মোটেও সফল তিনি নন, নাম-ডাক যেটুকু আছে সবই বাবা অনিল কাপুরের জন্য। আর তাই বুঝি সোনাম প্রতিজ্ঞা করেছে নিজের কাজ দিয়ে না হোক, ছোট ছোট পোশাক পড়ে আর নায়িকাদের সাথে চুল টানাটানি করে সর্বক্ষণ সংবাদ শিরোনাম হয়ে থাকবেন।
এই তো কিছুদিন আগের কথা। দীপিকাকে নিয়ে যা তা বলে সংবাদ শিরোনামে এলেন তিনি। কারণ সেই একটাই, দীপিকা তার চাইতে অনেক বেশি জনপ্রিয় অভিনেত্রী। তার কদিন বাদেই লাগলেন আলিয়া ভাট আর পরিনীতি চোপড়ার পেছনে। কারণ? সেই একই, ঈর্ষা! আলিয়া আর পরিনীতি দুজনেই সোনামের চাইতে বয়সে অনেক ছোট, কিন্তু তার পরেও অনেক বেশি জনপ্রিয়। আর এটাই সহ্য হয় না সোনামের।
সম্প্রতি, শ্রদ্ধা কাপুরকেও ছাড়লেন না সোনাম। শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর প্রথম সিনেমা দিয়েই মাতিয়েছেন দর্শকের মন। হাতে এখন রয়েছে বেশ কিছু কাজ। আর তাই বুঝি সোনাম তাঁকে ঈর্ষা করতে ছাড়ছেন না। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা হলো দুজনের। সোনাম যাকে বলে একদম এড়িয়ে গেলেন শ্রদ্ধাকে, যেন চোখেই দেখেননি!
আবার নিজের ইমেজ পরিষ্কার রাখতে সোনম কাপুর বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেছেন, “আমার সঙ্গে শ্রদ্ধা কাপুরের কোনো সমস্যা নেই। আসলে সেদিন আমি অনুষ্ঠানে দেরি করে গিয়েছিলাম বলেই আমার মধ্যে তাড়া ছিল।”
সোনাম এত বড় নায়িকা তো নন যে তার তাড়া আর ব্যস্ততা থাকবে। বরং বলা যায় বলিউডে বি গ্রেডের নায়িকা তিনি। সকলকে বোকা মনে করা সোনাম নিঃসন্দেহে নিজেকে খুব ধুরন্ধর ভাবেন!