বিনোদন ডেস্ক ॥ ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান ও জয়া আহসান। সাফিউদ্দিন সাফি পরিচালিত এ ছবিটি গত বছর মুক্তি পায়।
এবার এর সিক্যুয়াল ছবি নির্মিত হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’। এবারের ছবিতেও শাকিব-জয়া জুটি বেঁধে অভিনয় করবেন।
তবে এবার আর থাকছেন না আরেফিন শুভ। সাফিউদ্দিন সাফির পরিচালনায় এবারো ছবির চিত্রনাট্য লিখছেন রুম্মান রশিদ খান। সেপ্টেম্বরের মাঝামাঝিতে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে সাফি বলেন, ‘প্রথম ছবির সঙ্গে এ ছবির গল্পের কোনো মিল থাকবে না। শাকিব খান এবং জয়াকে একেবারে নতুন রূপে উপস্থাপন করা হবে। গল্পের অন্য চরিত্রগুলোয়ও চমক থাকবে। সব মিলিয়ে এবারের ছবিটিও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আমি আশাবাদী।’
নুসরাত ইমরোজ তিশা ও শাকিব খানকে নিয়ে ‘প্রেম করে আমি মরব’ নামের আরেকটি ছবি নির্মাণের ঘোষণা দিলেও তিশা সময় দিতে না পারায় এ বছর আর ছবিটির শুটিং করতে পারছেন না সাফি।
তাছাড়া বর্তমানে তিনি মাহিয়া মাহি ও শিপন মিত্রকে নিয়ে ‘বিগ ব্রাদার’ নামের আরেকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় আছে তার পরিচালিত ও শাকিব-আঁচল অভিনীত ‘ফাঁদ- দ্য ট্র্যাপ’ ছবিটিও।
এদিকে শাকিব খান অভিনীত ‘হিরো-দ্য সুপারস্টার’ ও ‘ভালোবাসা এক্সপ্রেস’ নামের ছবি দুটি কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। এছাড়া হাসিবুর রেজা কল্লোলের ‘সত্ত্বা’ ছবিতে তিনি প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে জুটি বাঁধবেন। অন্যদিকে জয়া আহসানের ‘পারলে ঠেকা’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।