মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: প্রধানমন্ত্রী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘এ লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব বিজিপি এবং কোস্টগার্ড নিরলসভাবে কাজ করছে।’
বুধবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর মাদক ইয়াবা পাচার রোধকল্পে গত ২৭-১০-২০১৩ তারিখে টেকনাফ উপজেলায় একটি নতুন অস্থায়ী সার্কেল অফিস স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে ইয়াবা পাচার বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।’ এ সময় প্রধানমন্ত্রী সীমান্ত এলাকায় মাদকদ্রব্য রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের তথ্য সংসদের সামনে তুলে ধরেন।
আরেক সংসদ সদস্য কামাল আহেমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমায় আসার পর বিদ্যুৎ খাতের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। উক্ত পরিকল্পনার আওতায় বর্তমান সরকার মে ২০১৪ সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দশহাজার ৫০০ মেগাওয়াটের মাইলফলক অর্জন করেছে।
বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনাসমূহের সঠিক বাস্তবায়নের মাধ্যমে আগামী ২০২১ সাল নাগাদ সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান তিনি।
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘দেশে বর্তমানে ধানের ফলন ভালো হওয়ায় সরকারিভাবে চাল আমদানির কানো প্রয়োজন নেই। এ মুহূর্তে সরকারি ভান্ডারে খাদ্যশস্যের মজুদ পরিমাণ দশ লাখ সাত হাজার ৪৯২ মেট্রিক টন। এ মজুদের পরিমাণ সন্তোষজনক।’
এছাড়া আগামী ২০১৪-১৫ অর্থ বছরে ১৪ লাখ মেট্রিক টন চাল ও এ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম আভ্যন্তরীণ উৎস হতে এবং দুই লাখ মেট্রিন টন চাল ও নয় লাখ মেট্রিক টন গম আমদানি সূত্রে সংগ্রহ করার ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫