বিনোদন ডেস্ক ॥
ঢাকা: অবশেষে পাওয়া গেল শাহরুখ খানের নতুন নায়িকা। চেনা পরিচিত গন্ডির মধ্যথেকে বেরিয়ে এবার এক মডেল অভিনয় করবেন বলিউডের কিং খানের বিপরীতে। তার নাম ওয়ালুচা ডিসুজা। টুকটাক মডেলিং ছাড়া অভিনয়ে একেবারেই আনাড়ি এই মডেল।
৩‘রাব নে বানাদি জোড়ি’ ছবিতে শাহরুখের হাত ধরে যাত্রা শুরু করেছিলেন আনুস্কা শর্মা। তার সফল ক্যারিয়ারগ্রাফ দেখে ধারনা করা যাচ্ছে, ‘ফ্যান’ ছবির নায়িকা এই নতুন মডেল অচিরেই হয়ে উঠতে পারেন সুপারস্টার।
শাহরখ খান বেশ কিছুদিন ধরেই তার ‘ফ্যান’ ছবির নায়িকা খুঁজছিলেন। শুটিং শুরু হয়ে গেলেও নায়িকা ঠিক হয়নি। মনীশ শর্মা পরিচালিত এই ছবিতে কে থাকবেন কিং খানের বিপরীতে, তা নিয়ে চর্চাও কম হয়নি। কিন্তু শাহরুখ এবং পরিচালকের কোনও নায়িকাকেই মনে ধরছিল না ।
এর আগে পরিণীতি চোপড়া, ইলিনা ডি ক্রুজ এবং বাণী কাপুরের নাম উঠে আসে এই ছবির জন্য। কিন্তু কোনও না কোনও কারণে এদের কেউ এই ছবির নায়িকা হতে পারলেন না। সম্পূর্ণ অচেনা কাউকেই নায়িকা হিসেবে চাচ্ছিলেন ছবির জন্য। শেষে ওয়ালুচার ভাগ্যে শিকে ছিড়েছে। তাকেই চুড়ান্ত করা হয়েছে শাহরুখের নতুন নায়িকা হিসেবে।
কোন ছবিতে অভিনয় না করলেও শাহরুখের সঙ্গে ‘পেপসি’ এবং ‘হুন্ডাই’ গাড়ির বিজ্ঞাপনে কাজ করেছেন ওয়ালুচা। এর আগে যেহেতু কোনও ছবিতে কাজ করেননি, তাই অভিনয়ের বিশেষ প্রশিক্ষণ নিতে হচ্ছে তাকে। শোনা যাচ্ছে আর কদিনের মধ্যেই নাকি শ্যুটিং শুরু করবেন নবাগতা এই বলিউড কন্যা।
‘ফ্যান’ ছবিটি ২০১৫ সালের প্রথমেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিঙের সময় আহত হন শাহরুখ, পিছিয়ে যায় ‘ফ্যান’ ছবির কাজ। আশা করা হচ্ছে হয়তো চলতি বছরের শেষে মুক্তি পাবে ছবিটি।