স্টাফ রিপোর্টার \
গাজীপুর: প্রয়াত সাংবাদিক হুসাইন ইমামের স্মরণে গাজীপুর প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে কুরআন খতম ও হুসাইন ইমামের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, কোষাধ্যক্ষ মিলটন খন্দকার প্রমুখ।
এছাড়াও সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান, রুহুল আমিন সজীব, মোঃ আমিনুল ইসলাম, মাহফুজুল হক, অনিল মন্ডল, এম.এ ফিরোজ প্রমুখ।