কালীগঞ্জে পাওনা টাকার জন্য আয়নলকে হত্যা পরিবারের অভিযোগ

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: ভায়রা ভাইয়ের কাছে পাওনা টাকা নিতে এসে জীবন দিতে হয়েছে কল মিস্ত্রী আয়নলকে। সে ট্রেনে কাটা পড়ে মারা যায়নি। তার পরিবারের স্বজনরা দাবি করেন, আয়নলকে ট্রেনে কেটে মারা হয়েছে অভিযুক্ত করা হয়েছে তার ভায়রা শহিদকে । আয়নলকে যেকোনো স্থানে মেরে তাকে রেললাইনে ফেলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে সেই নাটক সাজিয়েছে তার ভায়রা।
কালীগঞ্জ আড়িখোলা রেলওয়ের মোড়ল বাড়ি সংলগ্ন গত বুধবার রাতে ট্রেনে কাটা পড়া আয়নল হক (৪৭) নামে কল মিস্ত্রীর খন্ডিত লাশ নরসিংদী জিআরপি থানার পুলিশ উদ্ধার করে। তখন থেকে নিহতের পরিবার দাবি করে আসছে সে ট্রেনে কাটা পড়ে মারা যায়নি তাকে মেরে ফেলা হয়েছে। কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের আব্দুল মালেকের পুত্র আয়নল। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে বিদেশ থেকে ছুটি নিয়ে দেশে এসে আয়নলের স্ত্রী কুহিনুর বেগম দাবি করে তার বড় বোন জামাই শহিদ তার স্বামীকে হত্যা করেছে। বড় বোন জামাইয়ের কাছে পাওনা ৫০ হাজার টাকা আনতে গেলে কৌশলে স্বামীকে হত্যা করেছে বলে দাবি করেন। প্রবাসী স্ত্রী শহিদকে অভিযুক্ত করে মামলা করবে বলে জানায়।
শনিবার নরসিংদী জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট আসলে আয়নলের স্বজনরা মামলা করতে চাইলে, মামলা করতে পারবেন। তিনি আরও জানান ময়না তদন্তের রির্পোট আসতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।
সরেজমিনে নিহত আয়নলের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাড়ি ভরা স্বজন ও প্রতিবেশি নারী-পুরুষ। নিহতের ছোট ভাই কাজল মিয়া বলেন, আয়নল আর শহিদ দুইজন ভায়রা ভাই। দুইজনের স্ত্রী বিদেশ থাকে। আয়নলের স্ত্রী কুহিনুর বেগম থাকেন দুবাই আর শহিদের স্ত্রী থাকেন জর্ডানে। পারিবারিকভাবে তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। শহিদের মেয়ে শাহিদা বেগম তার স্বামীর বাড়িতে নতুন ঘর করার জন্য কিছুদিন আগে ছোট খালা আয়নলের স্ত্রীর নিকট ৫০ হাজার টাকা ধার নেয়। সেই টাকার জন্য আয়নল গত সোমবার শাহিদাকে ফোন দেয়। মঙ্গলবার শাহিদা তার বাবার কাছে টাকা দিয়ে দিবে বলে তার খালু আয়নলকে জানায়। শহিদ তার মেয়ের নিকট থেকে টাকা এনে তার ভায়রাকে টাকা না দিয়ে নিজ বাড়িতে চলে যায়। মঙ্গলবার সন্ধ্যায় আয়নল তার ভায়রা শহিদকে ফোন দিলে টাকা নেয়ার জন্য বাড়িতে আসতে বলে। টাকা আনতে যাওয়ার পর থেকে ভাইয়ের কোনো হদিস পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বুধবার রাতে তার ভাইয়ের খন্ডিত লাশ কালীগঞ্জ আড়িখোলা রেলওয়ের মোড়ল বাড়ি সংলগ্ন স্থানে পড়ে রয়েছে বলে তারা জানতে পেরে সেখানে যায়।

যেই অটোরিকশা যোগে আয়নল তার বাড়ি মোহানী থেকে ভায়রার বাড়ির উদ্দেশ্যে এসেছে সেই অটোরিকশা চালক নবীর হোসেন জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আয়নলকে নিয়ে সে বালীগাঁও মোড়ল মার্কেটে আসে। তাকে যাত্রী ছাউনিতে বসিয়ে রেখে ভায়রা শহিদ আয়নলকে নিয়ে রেললাইন পেরিয়ে উত্তর পাশের চায়ের দোকানে চা খাওয়ার কথা বলে নিয়ে যায়। দেড় ঘন্টা পর সে আয়নলের মোবাইলে ফোন দিলে মোবাইলটি বন্ধ পায়। এর কিছুক্ষণ পর শহিদ এসে আয়নলের যেতে দেরি হবে তাকে ভাড়া ১২০ টাকা দিয়ে চলে যেতে বলে। আয়নল এখন কোথায় শহিদকে এমন প্রশ্ন করলে শহিদ জানায় আয়নল তার কাছে ৫০ হাজার টাকা পায়। তার কাছে ২০ হাজার টাকা আছে, বাকি ৩০ হাজার টাকা তার এক বন্ধু নিয়ে আসতেছে। তাই তার যেতে দেরি হবে।
বৃহস্পতিবার রাতে আয়নলের স্ত্রী কুহিনুর বেগম স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে দুবাই থেকে ৭ দিনের ছুটি নিয়ে দেশে আসে। কান্নাজড়িত কন্ঠে স্ত্রী কুহিনুর বেগম বলেন, মঙ্গলবার বিকেলে স্বামীর সাথে তার কথা হয়। এরপর থেকে তার একাধিক নম্বরে ফোন দিয়েও তাকে পাওয়া না গেলে সে তার ভাইকে ফোন দেয়। তার ভাই বলে আয়নলের শারিরীক অবস্থা ভালো না হাসপাতালে আছে। তখন সে বুঝতে পারে কিছু খারাপ ঘটনা ঘটেছে। তার বড় বোনের স্বামী শহিদ পাওনা টাকা না দেয়ার জন্য আয়নলকে রেললাইনে নিয়ে হত্যা করেছে।
কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামে অভিযুক্ত শহিদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার ঘরে তালা ঝুলছে। অভিযুক্ত শহিদের বড় ভাই মো. ওবায়দুল্লাহ জানান, সে চার দিন ধরে বাড়িতে নেই । আয়নলের মৃত্যুর পর থেকে তারা ভীতুসন্ত্রস্ত অবস্থায় রয়েছে বলেও শহিদের বড় ভাই জানান।
ঘটনার পরে শহিদ তার প্রবাসী স্ত্রী নিলুফার সাথে মোবাইল ফোনে কথা বললে শহিদের স্ত্রী বলে, তুমিই আয়নলকে হত্যা করেছো । স্ত্রীর এমন কথার প্রেক্ষিতে অপরপ্রান্ত থেকে শহিদ বলে, আয়নল আমার কাছে এসে চলে যায়। পরে কি হয়েছে তা সে জানে না। এমন কথোপকথনের রেকর্ড নিহত আয়নলের স্বজনদের নিকট শহিদের স্ত্রী নিলুফা পাঠায় বলে জানা যায়। কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার মৃত মজু মিয়ার পুত্র অভিযুক্ত শহিদ হোসেন ।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫