এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ সকালে গাজীপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর যৌথ উদ্যোগে মানবন্ধন, র্যালি, আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নেতৃত্বে র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.দিদারে আলম মোহাম্মদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান, সনাকের সভাপতি অধ্যাপক মো. শহীদ উল্যা, সহ-সভাপতি অধ্যাপক এম.এ. বারী, সনাক সদস্য মুকুল কুমার মল্লিক, মো.হাসান আলী, মো. হাবিবুর রহমান, ফয়জুন্নেছা। আরো উপস্থিত ছিলেন স্বজন সদস্য, ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট) গ্রুপ, ইয়েস ফ্রেন্ডস গ্রুপ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরবর্তীতে নীলের পাড়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু নাসার উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রসঙ্গত, দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর কর্মপন্থা নির্ণয়ে জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ’United Nations Convention Against Corruption (UNCAC) গৃহীত হয়। সেই বছর ৯ ডিসেম্বর মেক্সিকোর মেরিডাতে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণকারী ১২৯টি দেশের মধ্যে ৮৭টি দেশ উক্ত সনদটিতে স্বাক্ষর প্রদান করে। স্বাক্ষরের দিনটি স্মরণীয় করে রাখতে ও বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী আন্দোলনের পক্ষে জনসচেতনতা তৈরিতে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এবং সাধারণ জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০১৩ সাল থেকে ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ কে সরকারিভাবে পালনের স্বীকৃতির দাবি জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ২০১৭ সালে প্রথমবারের মতো সরকারিভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করার মাধ্যমে UNCAC এর অন্যান্য সদস্য রাষ্ট্রের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।