নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় লাঙ্গল প্রতিকের প্রচারণার সময় মাইক ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় পার্টির উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রধান জানান, পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় জনতা জুট মিলের সামনে একটি রিক্সায় মাইক বেঁধে প্রচারণা চালাচ্ছিল। এ সময় ক্ষমতাসীন দলের ১২-১৪ জন কর্মী সমর্থক প্রচার মাইক ও ১টি মুঠোফোন ভেঙ্গে ফেলে। প্রতিবাদ করতে গেছে রিক্সা চালক ও প্রচারকারী কর্মী হিরন মিয়া (৩০) কে মারধর করা হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লাঙ্গল প্রতিকের প্রার্থী আজম খান বলেন, আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাঙ্গলের প্রচারণা না চালাতে হুমকি পাচ্ছি আমরা।