নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর পরিত্যক্ত একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।
বৃহস্পতিবার ( ৮ মে ) রাত সাড়ে দশটার দিকে উপজেলার চৌরা সমষপুরপুর আড্ডা গ্রামে পরিত্যক্ত একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় গতকাল রাত সাড়ে দশটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। ককটেল বিস্ফোরণের পর থেকে নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় একটি মাটির ঘরের টিনের ছাউনি প্রায় ১০ থেকে ১২ হাত দূরে ছিটকে পড়ে। শব্দটি এতটাই বিকট ছিল যে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘটনাস্থলে ছুটে যান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পরপরই নওগাঁ মান্দা-নিয়ামতপুরের সার্কেল অফিসার জাকির হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।