স্পোর্টস ডেস্ক ॥ গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলারের ঝড় ব্যাটিংয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। রোববার রাতে পাঞ্জাব ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় রাজস্থান রয়্যালসকে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে রাজস্থান। ৫৪ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক নায়ার (২৩) ও অজিঙ্কা রাহানে (১৩) ফিরে গেলেও অধিনায়ক শেন ওয়াটসন ও সঞ্জু স্যামসনের ৭৪ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে যায় রাজস্থান। অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেয়া ওয়াটসন। তিনি সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৫০ রান করেন। দলের হয়ে অর্ধশতক হাকান স্যামসনও। তিনি ৩৪ বলে তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৫৪ রান সংগ্রহ করেন। শেষ দিকে দারুন খেলেন স্টিভেন স্মিথেরও। তিনি ২৭ রানে অপরাজিত থাকেন।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট বল হাতে রেখে জয় নিশ্চিত করে কিংস ইলেভেন পাঞ্জাব। শুরুতেই রাজস্থানের বোলাদের তোপের মুখে পড়ে পাঞ্জাব।
স্কোরবোর্ডে ১০ রান জমা হতেই নেই বীরেন্দর শেবাগ ও ঋদ্ধিমান সাহা। আগের ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে জয় এনে দেয়া ম্যাক্সওয়েল রোববারও ছিলেন অদম্য। তৃতীয় উইকেটে চেতেশ্বর পুজারার সঙ্গে ১১৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি। মাত্র ৪৫ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৯ রান করেই ম্যাক্সওয়েল বিদায় ঘন্টা বেজে উঠে। দর্শকদের ম্যাক্সওয়েলের অভাব বুজতে দেননি ডেভিড মিলার। চতুর্থ উইকেটে আসেন ডেভিড মিলার। মাত্র ১৯ বলে ৫১ রানে অপরাজিত থেকে দলকে অসাধারণ এক জয় এনে দেন তিনি। অন্য ওপেনার পুজারারও অবদান কম নয়। তিনি ৩৮ বলে ৪০ রান নিয়ে অপরাজিত থাকেন।