
সম্পূর্ণ একটা ছেলে মাহিয়া মাহি!
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পরনে ছেলেদের জিন্স প্যান্ট আর শার্ট। মাথায় ক্যাপ। হাতে সিগারেট। দেখেই মনে হবে সম্পূর্ণ একটা ছেলে মাহিয়া মাহি। অবশ্য সবাই তাকে চিনবে ‘ব্রাদার’ হিসেবেই। আর আদর করে তার নাম দেবে ‘বিগ ব্রাদার’। কিন্তু আসলে ঘটনা কী? এমন কেন হলো মাহি’র? এ প্রশ্নের জবাব মিলবে মাহি’র নতুন ছবি ‘বিগ ব্রাদার’ এ। ২১ এপ্রিল…