
এবার ছোটরাও খুলতে পারবে ফেসবুক আইডি!
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মা-বাবার মতন আমিও ফেসবুকিং করব! এই কথা যদি পাশের বাড়ির ক্লাসের সেভেনে পড়া ববির মুখে শোনেন তাহলে হয়তো আড়ালে মুচকি হাসবেন। ভাববেন এটা তার নেহাতই ছেলেমানুষি আবদার। কিন্তু পরের দিন ফেসবুক খুলেই হোম পেজে দেখলেন নতুন ফ্রেন্ড রিকোসেস্ট। ক্লিক করতেই জ্বলজ্বল করে উঠল পাশের বাড়ির ববির মুখ। তাহলে কি বাবি সত্যি বলছিল।…