
ভাওয়াল গড়ের গহীনে হাউজিং কোম্পানী নিধন করছে বনের গাছ
মাহাবুব আলম/ মুক্তিযোদ্ধা এম আর সরকার ॥ আশালয় হাউজিং কোম্পানীর মালিক ও বন কর্মকর্তাদের নিরবতায় ভাওয়াল গড়ের বনের গাছ কর্তন করে সাফ করা হচ্ছে। গত ৮ দিনে প্রায় শতাধিক বনের গাছ কর্তন করার মহোৎসব হয়ে যায়। গত ২৪ জুন বাংলাভূমি’র একদল প্রতিনিধি ভাওয়াল গড়ের রাজেন্দ্রপুর বিট অফিসের বারুইপাড়া মৌজা এলাকায় সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখেন।…