
বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাহরাইন: বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. নজরুল ইসলাম(৩৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বাহরাইনের স্থানীয় সময় সকাল ৭টায় হামাদ টাউনের লুজি এলাকায় এ দুঘটনা ঘটে। নজরুল ইসলাম কুমিল্লা জেলার মুরাদনগর থানার আন্দিকোট এলাকার গাংগের কোট গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে। তার সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার (সিপিআর) নং-৮০০৮৬২৯৬১। তিনি…