
ঢাকায় আসছে ‘স্পাইডার-ম্যান’
বিনোদন ডেস্ক ॥ ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’ ঢাকায় মুক্তি পারে ২৮ ডিসেম্বর। ঢাকার স্টার সিনেপ্লেক্সে আসছে অ্যানিমেটেড সুপারহিরো ছবি ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’। ব্রায়ান মাইকেল বেন্ডিস ও সারা পিচেলির গল্প ‘মাইলস মোরালেস’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন ফিল লর্ড ও রডনি রথম্যান। ছবিটি পরিচালনা করেছেন বব পার্সিচেটি, পিটার রামসে এবং রডনি রথম্যান। ছবিটির বিভিন্ন চরিত্রে…