
গরমে ১০ হাজার চামড়া নষ্ট হয়েছে : শিল্পমন্ত্রী
বাংলাভূমি ডেস্ক ॥ >> চামড়া সংকট নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক >> চামড়া সংকটকে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন শিল্পমন্ত্রী >> সংকট সমাধানের দায়িত্ব দেয়া হলো এফবিসিসিআইকে ‘এক কোটি চমড়ার মধ্যে এ বছর ১০ হাজার পিস চামড়া নষ্ট হয়েছে, যা নগণ্য ব্যাপার’ বলছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গরমের কারণে ১০ হাজার পিস চামড়া নষ্ট হয়েছে বলেও মন্তব্য এই…