
সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জিএমপি কমিশনার আনোয়ার হোসেন
জাহিদ আহসানশিক্ষানবিস প্রতিবেদক ॥গাজীপুর: স্ত্রী বিপুলা রানী (৪০) নির্মল কে নিয়ে থাকতেন গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায়। স্বামী মৃত নির্মল মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন। ১৪ বছর বয়সী কন্যা নিশিতাকে নিয়ে চলছিল তাদের সংসার। কয়েক মাস পূর্বে বিপুলার গর্ভে সন্তান আসে, কিন্তু সে সন্তান পৃথিবীতে আসার পূর্বেই পরপারে চলে যান নির্মল। হঠাৎ যেন দু’চোখে অন্ধকার দেখছিলেন…