সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ , ১৬ই বৈশাখ, ১৪৩১ , ১৯শে শাওয়াল, ১৪৪৫

হোম > বিনোদন > কঙ্গনার কাছে ক্ষমা চাইলেন করণ

কঙ্গনার কাছে ক্ষমা চাইলেন করণ

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥

সম্প্রতি বরুণ ধাওয়ান এবং সাইফ আলি খান এবং করণ জোহর আইফার মঞ্চে স্বজনপোষণের প্রসঙ্গ তুলে কঙ্গনাকে নিয়ে মারাত্মক ঠাট্টা তামাশা করেন। সেই তামাশার জবাব কঙ্গনা দেওয়ার আগেই ক্ষোভে ফেটে পড়েন টুইটারাইটরা। এরই জের কঙ্গনার কাছে দুঃখ প্রকাশ করেছেন করণ জোহর।

করণ বলেছেন প্রতিভা এবং পরিশ্রম— এই দুয়ের কোনও বিকল্প নেই। এবং সেটাই আসল। স্বজনপোষণের কোনও জায়গাই নেই ইন্ডাস্ট্রিতে।

বিতর্কের শুরুটা যদিও আইফা মঞ্চে হয়েছিল। হাস্য-কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন বরুণ ধবন। তখন সাইফ হঠাৎ বলেন, ‘তুমি এখানে এসেছ তোমার বাবার জন্য।’। বরুণের চটজলদি জবাব, ‘তুমিও এখানে এসেছ তোমার মায়ের সুবাদে।’’ করণও জোর গলায় স্বীকার করে নেন, তার পিছনেও ছিলেন তার বাবা যশ জোহর।

এর পর তিন জনে এক সুরে চেঁচিয়ে উঠে বলেন, ‘নেপোটিজম রকস’। রঙ্গরসের শেষ হয়, ‘বোলি চুরিয়া, বোলে কঙ্গনা’ গান গেয়ে, করণের টিপ্পটিতে। করণের মন্তব্য ছিল, ‘কঙ্গনা কথা না না বললেই ভাল হয়।’

নেটিজেনদের প্রতিবাদের জেরে এ নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন বরুণ ধাওয়ান। অপেক্ষা ছিল বাকি দু’জনের। বিতর্ক শুরুর প্রায় দু’দিন পর অবশেষে মুখ খুললেন করণ জোহর। বললেন, ‘ইন্ডাস্ট্রিতে নেপোটিজম নয়, ট্যালেন্ট আর পরিশ্রমই আসল।’ একই সঙ্গে কঙ্গনার কাছে দুঃখ প্রকাশও করলেন।