শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > সম্বর্ধনায় সিক্ত শেখ রাসেল ফুটবলাররা

সম্বর্ধনায় সিক্ত শেখ রাসেল ফুটবলাররা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ শেখ রাসেল কাবের কোচ মারুফুল হক সুপার কাপের শুরুতেই ঘোষণা করেছিলেন ফুটবল ইতিহাসে রেকর্ডের ল্েয মাঠে নামবে তার দল। শুরুটা ভালোয় হয়েছিল কিন্তু ফাইনালে এসে হোচট খেল রাসেল।
আর ইতিহাসের পাতা অধরাই থেকে গেল। থেমে গেল মৌসুমের ট্রিপল জয়ীরা। ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র টাইব্রেকারে (৪-২) ঢাকার অন্যতম সেরা কাব মোহামেডানের কাছে হেরে এক মৌসুমে চারটি শিরোপা জেতা আর হলো না । এক মৌসুমে তিন চ্যাম্পিয়ন আর এক রানার্সআপ এটাও বা কম কিসে?
সম্বর্ধনায় যোগ হয় স্বাধীন বাংলা ফুটবল দল। শেখ রাসেলের প থেকে তাদের সম্বর্ধিত করা হয়।
অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্য বলেন,‘খেলোয়াড় সবাই সিরিয়াস ছিল বলেই মৌসুমটা ভালো কেটেছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এবার সব শিরোপা ঘরে তুলব। সে ল্েয ভালোই এগিয়ে ছিলাম। সুপার কাপের ফাইনালে গিয়ে ভাগ্যের কাছে হার মেনেছি। এখান থেকেই আমরা ভবিষ্যতে আরও ভালো করার শিা নিয়েছি।’
দেশ সেরা ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি বলেন,‘সবাইকে ধন্যবাদ। বিশেষ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি আমাদেরকে পুরস্কৃত করেছেন। ট্রিপল জয়ের পরে শেখ হাসিনা প্রত্যেক খেলোয়াড়কে একল করে টাকা দিয়েছেন।’
দেশের ঘরোয়া ফুটবলে এমন রেকর্ড আর কোনো দলের ঝুলিতে খুঁজে পাওয়া যাবে না। তাই জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়মে এক অনুষ্ঠানে খেলোয়াড়দের সম্বর্ধনা দেয় শেখ রাসেল কাব।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি বাদল রায়, সাধারন সম্পাদক আবু নাইম সোহাগসহ শেখ রাসেল কাব সভাপতি নুরুল আলম চৌধুরী ও দলের কোচ এবং সকল খেলোয়াড়।