রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ , ১৫ই বৈশাখ, ১৪৩১ , ১৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > চট্টগ্রামেও নিষিদ্ধ তাজিয়া মিছিল

চট্টগ্রামেও নিষিদ্ধ তাজিয়া মিছিল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ করোনার বিস্তার ঠেকাতে রাজধানীর পর চট্টগ্রামেও আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। তাতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।’

একই সঙ্গে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত সব ধরনের অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান সিএমপি কমিশনার।