
অর্ধশতাধিক ভারতীয় ওয়েবসাইট হ্যাক
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতীয় ‘গুন্ডে’ সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননা করায় সেখানকার অর্ধশতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশ সাইবার আর্মি। হ্যাক করা সাইটের মধ্যে ভারতীয় দৈনিক প্রভাত, ইয়াশ প্রোপার্টি মিরুত, বি২বি সেলস, প্রিয়া প্রোডাক্ট, জোনএইচ, খুবাতোভা, রিসিকো মিডিয়াসহ প্রায় ৫০টি ওয়েবসাইট রয়েছে। সাইবার হামলার কথা স্বীকার করেন বাংলাদেশ সাইবার আর্মি’র অফিসিয়াল ক্রু ও সিকিউরিটি এক্সপার্ট রাশেদুল…