
৫ মিনিটের মরণ-ঘূর্ণি, অতঃপর সলিল-সমাধি
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ হারিয়ে যাওয়ার এক মাস পরেও ভারত মহাসাগরের অতল জলে চলছে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-৩৭০ বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ। গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় বিমানটি। তাই নিখোঁজ অবস্থায় এক মাস কেটে যাওয়ার পর বিমানটির যাত্রী বা ক্রুদের মধ্যে আর বেঁচে নেই বলেই মেনে নিয়েছে…