গাজীপুরে শিবিরের মিছিল
স্টাফ রিপোর্টার ॥ ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী। গাজীপুর মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনশিংহ মহাসড়কে শুরু হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী কোনাবারী থানা আমির আবুল বাশার বশুনিয়া,শিবির নেতা আশরাফুল ইসলাম,ছাত্রনেতা তাওহীদ,ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে মহানগরীর প্রচার সম্পাদক…