
ঘুমালে বুদ্ধি বাড়ে, লাগে আকর্ষণীয়!
লাইফস্টইল ডেস্ক ॥ ঢাকা : সারাদিন শুধু ছুটে বেড়ানো। পাহাড়সমান কাজ। মাথার ভেতর কোনো না কোনো কাজ ঘুরছেই। এমন অবস্থায় রাতেও বিছানায় ছটফটে কেটে যায়। সকালে অ্যালার্ম বাজলেই মনে হয়, ইশ একটু যদি ঘুমোতে পারতাম! এই অপর্যাপ্ত ঘুমের কারণে সারাদিন মেজাজ তিরিক্ষি থাকে। হুট করেই রেগে যান। কাজটিও ঠিকঠাক হয় না। আবার রাগে গরগর। চেহারাটা…