
শান্তির দূত হয়ে উ. কোরিয়া যাচ্ছেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় রোডম্যান
আন্তর্জাতিক ডেস্ক ॥ হল হল ফেমের খ্যাতিমান মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রোডম্যান নর্থ কোরিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কেরিয়ার খেলা সংক্রান্ত এক কাজে। কিন্তু, এটাকে সাংবাদিকরা দেখছেন কূটনীতিক সফর হিসেবে। কারণ রোডম্যান তার খেলোয়াড় জীবনের শুরুতে ছিলেন ট্রাম্পের প্রেডিডেন্ট-পূর্ব জীবনের রিয়েলিটি শো-এর এক শিক্ষানবিশ খেলোয়াড়। আর এর আগেরবার উত্তর কোরিয়া সফরে গিয়ে রোডম্যান কিম-জং উনের…