
গাজীপুরে সিপি ফাইব স্টার শুভ উদ্বোধন
মেজবাহ উদ্দিন (সুমন) ॥ গাজীপুর: শহরের প্রাণকেন্দ্র জোড়পুকুর রোড এলাকায় সিপি ফাইভ স্টার নামে আধুনিক এক ফার্স্ট ফুড রেস্তোরাঁর আউটলেট উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সিপি ফাইভ স্টারের ব্যবস্থাপনা পরিচালক পঞ্চায় চারইনসুভাকু, জেনারেল ম্যানেজার মোঃ মতিউর রহমান ও আউটলেট স্বত্ত্বাধিকারী আল আমীন খান আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। এ সময় সিপি…