রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ , ১৫ই বৈশাখ, ১৪৩১ , ১৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ফ্রান্সে হামলার নিন্দা ও সমবেদনা ট্রাম্পের

ফ্রান্সে হামলার নিন্দা ও সমবেদনা ট্রাম্পের

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
প্যারিস হামলার নিন্দা জানিয়ে ফ্রান্সের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়ে বলেন, আমাদের দেশের মানুষের পক্ষ থেকে ফ্রান্সের মানুষের প্রতি সমবেদনা রইল।

হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী পাওলো গেন্টিলোনির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের সময় এ সমবেদনা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ সময় ট্রাম্প বলেন, আবার হামলা, ভয়ঙ্কার হামলা আমরা দেখতে পাচ্ছি। বিশ্বে বর্তমান সময়ে যা ঘটছে তা খুবই উদ্বেগজনক।

এই হামলা শেষ হবে না। আমাদের আরো শক্ত হতে হবে। নজরদারী বাড়াতে হবে। আর এই কথাটি আমি দীর্ঘ দিন ধরে বলে আসছি বলে ট্রাম্প হোয়াইট হাউসে বলেন।

ফ্রান্সে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের মাত্র তিনদিন আগে দেশটির রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও এক হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে বলে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী একজনই ছিলো বলে তারা ধারণা করছে। বৃহস্পতিবার রাতে প্যারিসের ব্যস্ততম চ্যাম্পস-এলিসিস এভিনিউতে এ ঘটনা ঘটে। ঘটনার পর এ এভিনিউ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে কেন এ ঘটনা ঘটল তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সিএনএন