
ইভটিজিং-এর শিকার শিশির, বখাটেদের পেটালেন সাকিব
স্পোর্টস ডেস্ক ॥ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে সাকিবের স্ত্রীকে টিজ করে ধোলাই খেয়েছে সাত বখাটে। গ্যালারি থেকে ধরে নিয়ে গিয়ে তাদের উত্তম মধ্যম দিয়েছেন বিসিবি‘র কর্মকর্তারা। আর স্ত্রীর অপমানে বসে থাকেননি বিশ্বসেরা অলরাউন্ডারও। তিনিও লাথি-ঘুষি চালিয়েছেন বখাটেদের ওপর। বখাটেদের অন্তত দুইজনের নাম জানা গেছে। এরা হচ্ছেন রাজধানীর গুলশানের মাহিম, ২২ ও তার বন্ধু ইব্রাহিম…