
‘পাষাণ’ নায়িকা পরীমনি
বিনোদন ডেস্ক ॥ ঢাকা: বাংলা চলচ্চিত্রের কথা উঠলেই, এখন পরীমনির নামটি সবার আগে আসে। ব্যস্ততার পাশাপাশি নানা কারণে তিনি আলোচিত ও সমালোচিত। পরীমনির মিষ্টির হাসির পেছনে যে শক্তপোক্ত একটা হৃদয় রয়েছে তা জানাতেই সৈকত নাসির তাকে নিয়ে নির্মাণ করছেন ‘পাষাণ’ নামের একটি ছবি। ‘দেশা-দ্য লিডার’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন তরুণ নির্মাতা সৈকত নাসির। সেই ধারাবাহিকতায়…