
বছরের শুরুতেই জমজমাট ঢালিউড, ২০ সিনেমার ঘোষণা
বিনোদন ডেস্ক ॥সিনেমার অভাবে হুমকির মুখে সিনেমা হল ব্যবসা। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হল। সে নিয়ে প্রতিনিয়তই হচ্ছে সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিদের মিটিং। কীভাবে সিনেমার ব্যবসার সোনালি দিন ফিরিয়ে আনা যায়। কিন্তু কিছুতেই যেন কিছু হবার নয়। বছর শুরু হয় আশায় বুক বেঁধে আর শেষ হয় হতাশার দেয়াল টুকতে টুকতে। তারমধ্যে বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ…