
মেয়েদেরকে মিস কল দিলেই জেল!
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মেয়েদেরকে মোবাইলে মিস কল দিয়ে হয়রানি করলে সোজা জেলে পাঠানো হবে। এমনই আইন করা হয়েছে ভারতের বিহার রাজ্যে। বিহার রাজ্যের সিআইডি ইন্সপেক্টর জেনারেল (আইজি) অরবিন্দ পান্ডে মঙ্গলবার এ ধরনেরই একটি আদেশ সম্বলিত নোটিশ সব জেলা পুলিশ সুপার ও সরকারি রেলওয়ে পুলিশ বরাবর পাঠিয়েছেন। নোটিশে এ ধরনের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও…